Saturday, December 14Welcome khabarica24 Online

বৃহস্পতিবার থেকে রাজধানীতে ডিজিটাল বাস নামছে

wifi-bus-bd-497x330_86587
রাজধানী ঢাকার রাস্তায় চালু হচ্ছে ডিজিটাল বাস। তারহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিয়ে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির ২০টি বাস চলাচল করবে। বৃহস্পতিবার ১০টি বাস নিয়ে শুরু হচ্ছে ভেহিক্যাল ট্রাকিং প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রিত ডিজিটাল বাসের যাত্রা। এখন থেকে যাত্রীরা বাস কোথায় কত দূরে আছে বাড়িতে বসেই জানতে পারবেন।জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন এর প্রযুক্তিগত সহায়তায় এই বাসগুলো চালু হচ্ছে। বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফার্মগেটে ওয়াই-ফাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এ বিষয়ে এটুআই প্রকল্পের বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা জানান, জনগণকে বেশি করে তথ্য প্রযুক্তিবান্ধব করতে উদ্যোগটি নেয়া হয়েছে। তিনি জানান, বাসগুলো ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও ইন্টারনেট ব্যবহার করতে যাত্রীদের সমস্যা হবে না।