বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বুধবার বিশেষ আদালতে যাবেন না খালেদা জিয়া

image_193951.khaleda_zia_bg_701057893
দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও নিরাপত্তার কারণে বুধবার বিশেষ আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে তার আইনজীবী অ্যাড. সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সানাউল্লাহ বলেন, হরতাল-অবরোধ থাকায় বেগম খালেদা জিয়া বুধবার আদালতে হাজির হবেন না।জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় আগামী ৪ মার্চ তারেক রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া দুই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ওই একই দিন (৪ মার্চ) ধার্য করা হয়।