সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বুধবার বাংলাদেশ-ভারত টেস্ট শুরু

bd-vs-ind1433753431_275586
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন ঢাকায় অবস্থান করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসায় একদিন পরে কোহলি-রাহানেরা ঢাকায় আসেন।

সোমবার ঢাকায় পৌঁছেই অনুশীলনে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে আসন্ন সিরিজ নিয়ে ঢাকার মাটিতে পা রেখে কোন মন্তব্য করতে চাননি কোহলি।

অন্যদিকে বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান মমিনুল হক মিডিয়াকে বলেছেন, ভারতের সাথে একমাত্র টেস্ট সিরিজে ড্রয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।

সোমবার নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবারও ভারত দল অনুশীলন করবে। এরপর ১০ জুন বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

এরপর ১৫, ১৬ ও ১৭ জুন অনুশীলন করবে ভারত দল। ১৮ জুন প্রথম ওয়ানডে ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। ১৯ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

এরপর আবার ২১ জুন সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি হবে ধোনির টীম। ২৪ জুন সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ধোনি বাহিনী। সব কিছু ঠিকঠাক থাকলে ২৬ জুন ঢাকা ছাড়বে ভারতীয় দলের খেলোয়াড়রা।

সবগুলো ওয়ানডে ম্যাচ হবে দিবারাত্রির। এজন্য সময়ের কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে দিবারাত্রির ম্যাচ শুরু হত দুপুর দুইটায়। রমজান মাসকে সামনে রেখে ওয়ানডে ম্যাচগুলো বিকাল ৩টায় শুরু হবে। যাতে ইনিংস ব্রেকের সময় ইফতার করার সুযোগ থাকে।

বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি:

তারিখ                                ম্যাচ                      সময়               ভেন্যু

১০জুন                              টেস্ট                        সকাল১০টা          ফতুল্লা

১৮জুন                       প্রথম ওয়ানডে                    বেলা৩টা             মিরপুর

২১জুন                       দ্বিতীয় ওয়ানডে                   বেলা৩টা             মিরপুর

২৪ জুন                        তৃতীয় ওয়ানডে               বেলা ৩টা               মিরপুর।