বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিয়ে করলে উপবৃত্তি বন্ধ: শিক্ষমন্ত্রী

nahid_0_71745

 

উচ্চ মাধ্যমিক কিংবা সমমানের কোনো শিক্ষার্থীর সরকারী উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে অথবা শতকরা ৭৫ দিন কলেজে উপস্থিত থাকতে হবে অন্যথায় তার উপবৃত্তি বন্ধ হয়ে যাবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।সোমবার জাতীয় সংসদে সাংসদ এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।শিক্ষামন্ত্রী সংসদে জানান, “হায়ার সেকেন্ডারি ফিমেল স্টাইপেন্ড প্রকল্পের মাধ্যমে ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্রের উপবৃত্তি প্রদান করা হয়। এই প্রকল্পের উপবৃত্তি পাওয়ার যে দুটি শর্ত মেনে চলতে হয়। এর একটি হলো এইচএসসি কিংবা সমমান পরীক্ষা পর্যায়ে ‘অবিবাহিত’ থাকতে হবে। অপর শর্তটি হলো শতকরা ৭৫ দিন কলেজে উপস্থিতি থাকতে হবে।”শিক্ষা মন্ত্রী আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মাধ্যমিক স্তরে তিনটি, উচ্চ মাধ্যমিক স্তরে একটি এবং স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে একটি প্রকল্পের মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে ২০০৯ থেকে ২০১৩-১৪ অর্থবছরে ৬৪ জেলায় এক কোটি ৪২ লাখ ৫৮ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে।মাধ্যমিক স্তরের প্রকল্প তিনিট হলো ‘সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট (এসইএসপি), সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) ও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’। এ প্রকল্পগুলোতেও উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অনান্য শর্তের সাথে ‘অবিবাহিত’ থাকাও বাধ্যবাধকতা রয়েছে।