জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মিরপুরের কালশী বিহারী ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগে ১১ জন নিহত ও ৫ জন আহত হবার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি হামলাকারী ও অগ্নি সংযোগকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে হুসেইন মুহম্মদ এরশাদ অগ্নিসংযোগের ঘটনায় নিহত ১১ জন ও আহতদের পরিবার পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।