শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিসিবি’র টিভি স্বত্ব পেল গাজী!

23687_s

২০ মিলিয়ন ২৫ হাজার ডলারে (প্রায় ১৫৬ কোটি টাকা) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া রাইটস কিনে নিয়েছে বাংলাদেশের গাজী টিভি। গতকাল হোটেল রুপসী বাংলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠান উন্মুক্ত দরপত্রে মাত্র ২৫ হাজার ডলার দিয়ে ৬ বছরের জন্য এই স্বত্ব পায় তারা। মোট চারটি প্রতিষ্ঠানের অংশ নেয়া কথা থাকলেও শেষ পর্যন্ত ২টি অংশ নেয়নি। তবে এই প্রাপ্তি নিয়ে সন্তুষ্ট বিসিবি’ সভাপতি নাজমুল হাসান পাপন ও কর্মাশিয়াল ও মার্কেটি বিভাগের চেয়ারম্যান কাজী ইনাম অহমেদ। দুপুর ১২ টার মধ্যেই নিলাম প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। তখন গাজী টিভি পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। শুধু প্রয়োজন ছিল বোর্ডের অনুমোদন। শেষ পর্যন্ত বিকেলে বোর্ড মিটিং শেষ সেই অনুমোদনও দেয়া হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আসলে আমরা যা পেয়েছি সেটিতে খুব সন্তোষ্ট। ২০ মিলিয়ন ডলার আমাদের জন্য মনে করি প্রাপ্তি। কারণ এই টাকা থেকে প্রোডাকশন মূল্য আমাদের দিতে হচ্ছেনা। যেটি দিতে হয়েছিল নিম্বাসের সঙ্গে। আমার ধারা বাংলাদেশের বর্তমান বাজার মূল্যে এটি সঠিক আছে। গাজী টিভি যেহেতু ফ্লোর প্রাইজ থেকে বেশী দিয়েছে তাই তাদেরকে দেয়ার বিষয়েই সিদ্ধন্ত নিয়েছে বোর্ড।’