শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিশ্বের ৫ম প্রভাবশালী চিন্তাবিদ ড. ইউনূস

unus-1_52098

 

বিশ্বের প্রভাবশালী চিন্তাবিদদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। তালিকার শীর্ষস্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস। জুরিখভিত্তিক পত্রিকা টাগেনসানজেইগার তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করেছে। তালিকাটি তৈরির জন্য গবেষণা করেন জুরিখের গতলিয়েব ডাটওয়ালের ইনস্টিউট ফর ইকোনমি অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এবং এমআইটি এর গবেষক পিটার গ্লুর। ‘গ্লোবাল থট লিডার্স ২০১৪’ শীর্ষক এ তালিকা করতে তারা এমন সব ব্যক্তিদের উপর গবেষণা করেছেন যারা বিশ্বের সকল শ্রেণির মানুষের চিন্তাধারাকে প্রভাবিত করেছেন। তালিকায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের নাম প্রকাশ করা হয় যেখানে ড. ইউনূসের অবস্থান পঞ্চম।বিশ্বের ২৩৬ জন বিশিষ্ট চিন্তাবিদ থেকে ১০০ জনের এ তালিকা তৈরি করা হয়েছে যারা তাদের চিন্তার মাধ্যমে প্রভাবিত করেছেন পৃথিবীর সামগ্রিক চিন্তাধারাকে। জাতীয়তা, লিঙ্গ, বয়স এবং জ্ঞানের পরিধির দিক থেকে বিবেচনা করে এই তালিকার শ্রেণিবিন্যাস করা হয়েছে।