রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিশ্বকাপ ফুটবল উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ব্রাজিলে বিশ্বকাপবিরোধীদের সংঘর্ষ

image_95801.brazil songghorsho

বিশ্বকাপ ফুটবল উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ব্রাজিলের সাও পাওলোতে চলছে তীব্র সংষর্ষ। বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিপুল মানুষ। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। তবে পরিস্থিতি শান্ত হয়নি।
এই সাও পাওলোতেই কিছুক্ষণ পরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে বিশ্বকাপ ফুটবল। তবে সংঘর্ষের কারণে উদ্বোধন বিলম্বিত হবে কি না বা খেলায় কোনো ব্যাঘাত ঘটবে কি না তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী অনুষ্ঠানে মাত্র কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার দুপুরে ব্রাজিলের সাও পাওলো শহরের রাস্তায় নেমে আসে বিপুল মানুষ। তারা বিশ্বকাপের বিরোধী স্লোগান দিতে থাকে এবং স্টেডিয়ামে যাওয়ার রাস্তা অবরোধ করার চেষ্টা করে। এ সময় বিদ্রোহীদের বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়।