বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এই প্রথম সেঞ্চুরি করলেন মোহাম্মদ মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩১ বলে সাতটি চার ও ২টি ছক্কার মাধ্যরে এই সেঞ্চুরি করেন রিয়াদ। এর আগ পর্যন্ত বিশ্বকাপে কোনো বাংলাদেশি হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। চলতি বিশ্বকাপেই গত ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করেছিলেন তামিম।ইনিংসের শুরুতেই দলীয় ৮ রানে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে হারিয়ে যখন বিপর্যয়ে পড়ে টাইগাররা তখন মাঠে নামে মাহমুদউল্লাহ রিয়াদ। এর পর ঠাণ্ডা মাথায় ধৈর্য্য সহকারে থেলা চালিয়ে যান তিনি। প্রথম দিকে সৌম্য সরকারকে নিয়ে দলীয় রানের চাকাকে সচল রাখেন রিয়াদ। সৌম্য ৪০ রানে আউট হয়ে গেলে মুশফিকুর রহিমের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় নিজের প্লাস ব্যক্তিগত রানের সংখ্যা বাড়াতে থাকেন। এভাবে এক পর্যায়ে বিশ্বকাপে নিজের প্লাস কোনো বাংলাদেশি হিসেবে প্রথম সেঞ্চুরি করেন রিয়াদ। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। ১৩৮ বলে ১০৩ রান করে দুর্ভগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে যান সেঞ্চুরিয়ান রিয়াদ। এদিকে, শেষ খবর পর্যন্ত ৪৬.২ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৪৫ রান। উল্লেখ্য, গত ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষেও চমৎকার খেলেছিল রিয়াদ। ওই ম্যাচে ৬২ রানের একটি চমৎকার ইনিংস খেলেছিলেন তিনি।