Monday, February 10Welcome khabarica24 Online

বিমান দুর্ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ক্যাম্পোস নিহত

36609_br

ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এডুয়ার্ডো ক্যাম্পোস (৪৯) বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্যাম্পোসকে বহনকারী বিমানটি সাও পাওলো প্রদেশের বন্দর-নগরী সান্তোসের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিমানটিতে ক্যাম্পোসের সঙ্গে থাকা অপর ৪ যাত্রী ও ২ পাইলটও নিহত হন। ক্যাম্পোসের আকস্মিক প্রয়াণে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ৩ দিনের ‘জাতীয় শোক’ ঘোষণা করেছেন এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার সব কার্যক্রম বাতিল করেছেন। এক বিবৃতিতে রুসেফ বলেন, পুরো ব্রাজিল শোকাচ্ছন্ন। তিনি বলেন, আজ আমরা মহান এক ব্রাজিলিয়ান এডুয়ার্ডো ক্যাম্পোসকে হারিয়েছি। আমরা মহান এক সহযোদ্ধাকে হারিয়েছি। প্রয়াত প্রতিদ্বন্দ্বীকে তিনি ‘মহান রাজনৈতিক নেতা’ বলে অভিহিত করেন। ব্রাজিলের রাষ্ট্রীয় টেলিভিশনে ক্যাম্পোসকে বহনকারী বিমানটির ধ্বংসাবশেষের বহু ফুটেজ দেখানো হয়। ব্যক্তিজীবনে ৫ সন্তানের পিতা ছিলেন ক্যাম্পোস। তিনি দুই মেয়াদে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নামবুকো প্রদেশের গভর্নর নির্বাচিত হন।