জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করায় বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, লাখো কণ্ঠে সোনার বাংলা গেয়ে বাংলাদেশ যে ঐতিহাসিক রেকর্ড করেছে সেই রেকর্ডে অংশ নিতে পারেনি খালেদা জিয়া। এই লজ্জা এবং গ্লানি ঢাকতে তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজ অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।ইনু বলেন, এই চক্রান্তে দেশবাসী বিভ্রান্ত হবে না বরং মরহুম জিয়াউর রহমানের মান সম্মান যাবে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু জিয়াউর রহমানকে বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করে বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কিন্তু ক্ষমতায় থাকাকালে জিয়া নিজেকে কখনই দেশের প্রথম রাষ্ট্রপতি বলেননি।এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ও মিরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়রুজ্জামান বিশ্বাস মজনু।
উৎস- কালেরকন্ঠ