সেই সন্ধ্যায়,,
বিবর্ণ হতাশা গুলি যখন একটু একটু করে
ভেতর টা কুড়ে কুড়ে খাচ্ছে,
হৃদয় কে করছে রক্তাক্ত
দৃষ্টি গুলো হয়ে আসছে ঝাপসা,
তুমি তখনও ফিরে চাওনি,
শুনতে চাওনি অসহায়ত্বের আর্তনাদ,
আহত হৃদয় খানি বার বার বলেছিলো,
যেওনা- ওগো যেওনা আমাকে একা করে-
স্বল্প ক্ষনের গভীর কষ্টে ডুবে ছিলে তুমি,
তাই তো বুঝতে পারোনি,
আমার গভীরতা, আমার নিরবতা,
হয়তো একদিন ঠিক বুঝবে
সেদিন তুমি আমায় খুঁজবে । ।