সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিপিএলের খেলা খুলনা সিলেটেও

3_81048
বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স এবং পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও টি-২০ ম্যাচে হারানোর পর বাংলাদেশ ক্রিকেটের গ্রাফ এখন উর্ধ্বমুখী। ক্রিকেট এখন বিপণনও। সেই বিপণনকে পুরোপুরি কাজে লাগাতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিপিএল)। ক্রিকেটকে বিপণন বানানোর চেষ্টার পরও মাঠে ক্রিকেট রাখতে চাচ্ছেন বোর্ড কর্মকর্তারা।আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। সেখানে যাতে বাংলাদেশ ভালো করতে পারে, তার প্রস্তুতি হিসেবেও আয়োজন করতে যাচ্ছে বহুল আলোচিত বিপিএল। ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে দুটি আসর হওয়ার পর বিতর্কের জন্ম দিয়ে বন্ধ হয়ে যায় বিপিএল। দুই বছর পর বিসিবি আবারও চাচ্ছে বিপিএল আয়েজনের এবং এর সম্ভাব্য তারিখও চূড়ান্ত করেছে।আগামী ডিসেম্বরে আসরটি মাঠে গড়ানোর সব প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বোর্ড। কাজ করছে ক্রিকেটারদের ক্যাটাগরি, পারিশ্রমিক, বিদেশি ক্রিকেটার, ফ্যাঞ্চাইজি এবং ভেন্যু নিয়ে। আগের আসরের খেলাগুলো হয়েছে ঢাকা ও চট্টগ্রামে। এবার এই দুই ভেন্যু ছাড়াও দর্শকপ্রিয়তার জন্য সিলেট ও খুলনায় আয়োজনের চিন্তা করছে ক্রিকেট বোর্ড।বিপিএলের প্রথম আসর বেশ ভালোভাবেই সম্পন্ন করেছিল ক্রিকেট বোর্ড। বিশাল অর্থ এবং তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে আলো ছড়িয়েছিল। তখন ছয় বিভাগ নিয়ে দল গড়া হয়েছিল। ফ্র্যাঞ্চাইজিরা দল কিনে নিয়েছিল। প্রথম আসরের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে দ্বিতীয় আসরে দলের সংখ্যা ছয় থেকে সাতে উন্নীত করে। দ্বিতীয় আসরে এসেই জন্ম নেয় বিতর্কের। চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কর্ণধার ও ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল জড়িয়ে পড়েন ম্যাচ ফিক্সিংয়ে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুলকে নিষিদ্ধ করা হয় সব ধরনের ক্রিকেট থেকে। শুধু ম্যাচ ফিক্সিংই নয়, ফ্র্যাঞ্চাইজিগুলো পারিশ্রমিক পরিশোধ করতেও দ্বিধাবোধ করে। দেশি-বিদেশি ক্রিকেটারদের অর্থ পরিশোধ করেনি প্রায় সব ফ্র্যাঞ্চাইজি। ফলে তাদের বিপক্ষে আইনি পথে হাঁটার কথাও ভেবেছিলেন ক্রিকেটাররা। কিন্তু বিসিবি দায়িত্ব নেওয়ায় সেই পথে হাঁটছে না ক্রিকেটাররা।এই মাসের মধ্যে পারিশ্রমিকের বাকি অর্থ শোধ করার পরিকল্পনার কথা বলেন বিপিএল গভর্নিং কমিটির সদস্যসচিব ইসমাইল হায়দার মলি্লক, ‘আমাদের ইচ্ছা এই মাসের মধ্যেই পারিশ্রমিক পরিশোধ করা। এজন্য দুর্জয় ভাইকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে। তিনি সব কিছু দেখছেন।’ বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান দুর্জয় বিষয়টি দেখবেন।আগের আসরগুলোতে ক্রিস গেইল, ডুইন ব্রাভো, শহীদ আফ্রিদিদের মতো তারকা ক্রিকেটাররা খেলেছেন। এবার বিদেশি ক্রিকেটার কয়জন খেলবেন, সে বিষয়ে বিপিএল গভর্নিং কমিটির সদস্যসচিব বলেন, ‘বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। একটি দল কতজন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করাবে, কতজন খেলাবে এখনো ঠিক হয়নি। তবে বিদেশি ক্রিকেটাররা অবশ্যই খেলবেন।’পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের অবশ্যই দেখা যাবে। দেখা যাবে ভারতের কিছু ক্রিকেটারকেও। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদেরও দেখা যাবে খেলতে। তবে পারিশ্রমিক কত হবে, এখনই চূড়ান্ত করেননি বিসিবি। ক্রিকেটাররা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য একটি ব্যারিয়ার ঠিক করে দিবে বোর্ড। এতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পেতে পারেন একজন ক্রিকেটার।সব মিলিয়ে একটি ফ্র্যাঞ্চাইজির দল গড়তে সর্বোচ্চ ৭-৮ কোটি টাকা খরচ হবে বলেন গভর্নিং কমিটির সদস্যসচিব, ‘কোনো ফ্র্যাঞ্চাইজির উপর যাতে কোনো চাপ না পড়ে সেসব বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, কোনোভাবেই যেন দল গঠনে ৭-৮ কোটি টাকার বেশি খরচ না হয়। ক্রিকেটাররাও যেন পারিশ্রমিক পান।’এবার নতুন ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে আসর গড়াতে চাচ্ছে। এজন্য বেশি কিছু শর্তও জুড়ে দিতে চাচ্ছে ক্রিকেট বোর্ড। সেটা মেনে যারা দল নিতে চাইবে, তাদেরকেই নেওয়া হবে। শর্তগুলোর অন্যতম প্রধান হচ্ছে, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা।