সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিনামূল্যে ২০টি চ্যানেল দেখা যাবে মোবাইলে

yd74ock1_31885

আগামী বছর থেকে মোবাইলে বিনামূল্যে ২০টি চ্যালেন দেখার ব্যবস্থা করছে দূরদর্শন। এই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন বেসরকারি চ্যানেলের সঙ্গে আলোচনা করা হচ্ছে ৷ এমনই ইঙ্গিত দিচ্ছে  প্রসার ভারতী।

প্রসার ভারতীর সিইও জহর সরকার জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন চ্যানেল দেখার জন্য এবার ডিশ, কেবল এবং অ্যান্টেনাই ভরসা। এবার এদের পাশাপাশি চতুর্থ  বিকল্প হিসেবে আসছে ডিজিটাল অ্যান্টেনা যার মাধ্যমে এই বছরেই বিনামূল্যে টিভিতে ২০টি চ্যালেন এবং পরের বছর মোবাইলে তা দেখার সুযোগ মিলবে বলে তিনি জানান।

মোবাইল ফোনে এমন পরিষেবা দিল্লি এবং মুম্বাইতে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এজন্য ডিভিবি-টি (ডিজিটাল ভিডিও ব্রডকাস্ট- টেরেস্ট্রিয়াল) প্রযুক্তি ব্যবহার করবে দূরদর্শন। এই প্রযুক্তিতে টিভি টাওয়ার থেকে সিগন্যাল সংবহিত হবে এবং মোবাইলের ইন্টারনেট খরচ হবে না।