মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিনামূল্যে ফোন করতে ফেসবুকের নতুন অ্যাপ

image_214292.15

নতুন অ্যাপ আনছে সোশ্যাল নেটওয়ার্টিং সাইট ফেসবুক। তাদের নতুন এই অ্যাপের নাম হ্যালো৷ নতুন এই অ্যাপের মাধ্যমে বিনা কল চার্জেই কল করতে পারবেন বলে ফেসবুকের তরফে জানানো হয়েছে৷ জানা গিয়েছে, ওয়াইফাই ব্যবহার করে এই অ্যাপের সাহায্যে ফ্রি’তে কল করতে পারবেন ব্যবহারকারী৷ বুধবার ফেসবুকের তরফে জানানো হয়েছে, এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারী আরও অনেক সহজে ওয়াইফাইকে ব্যবহার করে বিনামূল্যে কল করার সুযোগ পাবেন৷ পাশাপাশি এই অ্যাপের সাহায্যে আপনি যাকে ফোন করছেন তার লোকেশনও জানতে পারবেন ব্যবহারকারী৷ এছাড়া কল ব্নক করার সুবিধাও থাকবে নয়া এই অ্যাপে৷ কেবলমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।