শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিজয়ের মাসে বিএনপির কর্মসূচি

bnp-logo_47273

 

বিজয়ের মাসে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ মঙ্গলবার দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিগুলো হচ্ছে- ৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর জাতীয় প্রেসকাবে আলোচনাসভা। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং দলীয় ও কালো পতাকা উত্তোলন। একই দিন সকালে মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন।মহান বিজয় দিবস উপলক্ষে আগের দিন ১৫ ডিসেম্বর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা। ১৬ ডিসেম্বর সকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পাস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। একই সাথে সারাদেশে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ১৮ ডিসেম্বর সারা দেশের ছাত্রদের নিয়ে ঢাকায় সমাবেশ।