বিনোদন ডেস্ক
বিজ্ঞাপনে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন ইমন ও সালহা খানম নাদিয়া। এটি আইএফআইসি ব্যাংকের হোম লোনের বিজ্ঞাপন। গত সপ্তাহে সাভারের মমতাপল্লী এবং উত্তরার একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির শুটিং হয়। কাজটি প্রসঙ্গে ইমন বলেন, বেশ ভালো একটি কাজ হয়েছে। এ বিজ্ঞাপনে আমার সহশিল্পী নাদিয়া। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে। নাদিয়া বলেন, আমি ক্যারিয়ারের শুরু থেকে অনেক বিজ্ঞাপনে কাজ করেছি। সৈয়দ আপন আহসানের নির্দেশনায় এবার প্রথম কাজ করেছি। একজন নির্মাতা যখন ভালোবাসা, আদর দিয়ে কাজ আদায় করার চেষ্টা করেন, তখন শিল্পীরও সর্বোচ্চ চেষ্টা থাকে কাজটি আন্তরিকতার সঙ্গে শেষ করার। আপন ভাই নির্মাতা হিসেবে যেমন অসাধারণ, মানুষ হিসেবেও অনেক অমায়িক। বিশাল আয়োজনের মধ্যদিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। ইমন ভাই যথেষ্ট আন্তরিক ছিলেন। এদিকে ইমন ও নাদিয়া কচি খন্দকারের নির্দেশনায় ‘সিনেমা হল’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।