থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ সমাবেশ প্রতিহত করতে দেশটির ক্ষমতাসীন সেনাবাহিনী হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য মাঠে নামিয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একাধিক সাবওয়ে ও ট্রেন স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এ খবর দিয়েছে এপি। ২২শে মে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে। ওই সেনা অভ্যুত্থানের পর থেকে প্রায় প্রতিদিনই গণতন্ত্রপন্থি প্রতিবাদকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। ব্যাংকক জুড়ে তারা বিক্ষোভ করতে থাকে। সেনা সদস্যদের সঙ্গে হাতাহাতিও হয়। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর মেলেনি। সেনাবাহিনী প্রথম থেকেই বিক্ষোভকারীদের প্রতিবাদ বন্ধ করতে আহ্বান জানিয়ে আসছে। অন্যথায় সেনা নামানোর হুশিয়ারি দেয় তারা।