সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিএসইসি ভবনে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

image_145767.10153279_10152808535103535_7858466332591625605_n
প্ল্যানিং সেলের উপপরিচালক মো. মিজানুর রহমানকে প্রধান করে বিএসইসি ভবনে আগুনের ঘটনায় ফয়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যসচিব করা হয়েছে ঢাকা জোনের উপপরিচালক মাসুদুর রহমানকে, বাকি তিনজনকে সদস্য করা হয়েছে।তাঁরা হলেন : সিনিয়র স্টেশন অফিসার মো. তানহারুল ইসলাম, কারওরান বাজার জোনের ওয়ারিং হাউজ ইন্সপেক্টর, মোহাম্মদ পুর জোনের স্টেশন অফিসার হাসিবুর রহমান।