রাজধানীর কাওরান বাজারস্থ বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অগ্নিকাণ্ডের ঘটনার পরে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিএসইসি ভবনের আগুনে দৈনিক আমার দেশ অফিস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। এছাড়াও ছড়িয়ে পড়া আগুনে ভবনে অবস্থিত এনটিভি, আরটিভিসহ অন্যান্য প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়। এটি সুপরিকল্পিত নাশকতা।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএসইসি ভবনস্থ দৈনিক আমার দেশ পত্রিকা এবং এনটিভি ও আরটিভি বহুদিন থেকেই বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকারের চক্ষুশূল হয়ে পড়েছিল। এনটিভি কয়েকবারই অগ্নিকাণ্ডের শিকার হলো। সরকার আমার দেশ পত্রিকাটিকে কোনভাবেই সহ্য করতে পারতো না। তাই সম্পাদককে কারারুদ্ধ করে পত্রিকাটিকে বন্ধ করেও সরকার ক্রদ্ধু প্রতিহিংসা প্রশমিত করতে পারছে না। তাই মাহমুদুর রহমানকে মানসিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্যই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
মির্জা ফখরুল বলেন, সরকার কোন প্রতিষ্ঠানকে বিরোধী মনে করলেই সেটিকে ধ্বংস করার জন্য তৎপর থাকে। এই কারণেই আমার দেশ পত্রিকা ও এনটিভি, আরটিভি নিশ্চিতভাবেই সরকারি নাশকতার শিকার। কারণ এই গণমাধ্যমগুলি নাগরিক স্বাধীনতার কথা বলে, জনগণের গণতান্ত্রিক অধিকারের কথা বলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি মোতাবেক যে মুহূর্তে ওই ভবন থেকে আমার দেশ পত্রিকা অফিসের সমস্ত মালামাল অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে ঠিক সেই সময়ে কার্যালয়টি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া এবং এনটিভি, আরটিভি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নিশ্চিতভাবেই এক পরিকল্পিত নীলনকশার অংশ। অবিলম্বে বিএসইসি ভবনে অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে নাশকতার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার কোন প্রতিষ্ঠানকে বিরোধী মনে করলেই সেটিকে ধ্বংস করার জন্য তৎপর থাকে। এই কারণেই আমার দেশ পত্রিকা ও এনটিভি, আরটিভি নিশ্চিতভাবেই সরকারি নাশকতার শিকার। কারণ এই গণমাধ্যমগুলি নাগরিক স্বাধীনতার কথা বলে, জনগণের গণতান্ত্রিক অধিকারের কথা বলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি মোতাবেক যে মুহূর্তে ওই ভবন থেকে আমার দেশ পত্রিকা অফিসের সমস্ত মালামাল অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে ঠিক সেই সময়ে কার্যালয়টি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া এবং এনটিভি, আরটিভি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নিশ্চিতভাবেই এক পরিকল্পিত নীলনকশার অংশ। অবিলম্বে বিএসইসি ভবনে অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে নাশকতার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।