সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সিটি নির্বাচন থেকে সরে আসার অজুহাত খুঁজছে। এ সিদ্ধান্ত তাদের জন্য আত্মঘাতি হবে।বুধবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর ক্লোজার নির্মাণকাজ পরিদর্শন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে স্বাধীন ভূমিকা পালনে সহায়তা করে যাচ্ছি। নির্বাচন কমিশন যদি আরও সহযোগিতা প্রয়োজন মনে করে,সরকার তাও করতে প্রস্তুত।তিনি আরো বলেন, নির্বাচন কমিশন বিধি মোতাবেক নির্বাচন পরিচালনা করে যাচ্ছে। কিন্তু বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা সিটি নির্বাচন থেকে সরে আসতে চায়।কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক, মন্ত্রণালয়ের সচিব ডা. জাফর আহাম্মেদ খান, পাউবোর মহা পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু হচ্ছে, কর্ণফুলী টার্নেল হচ্ছে, কোম্পানীগঞ্জে ক্লোজার হচ্ছে। এ ক্লোজার সম্পন্ন হলে ১ লাখ ৩০ হাজার হেক্টর জমি লোনা পানি মুক্ত হবে। সরকারের বাৎসরিক আয় হবে ৫শ’ কোটি টাকা।