কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে শ্রমিক দলের একাংশের নেতাকর্মীরা। এতে আহত হন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। প্রত্যক্ষদর্শী ও উপস্থিত বিএনপির কয়েকজন নেতা জানান, শ্রমিক দলের ঢাকা মহানগরের (দক্ষিণ) নতুন কমিটি গঠনের জন্য ভোটাভুটি চলছিল। নির্বাচনে সভাপতি পদে সুমন ভুঁইয়া ও কাজী আমীর খসরু এবং সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ ও মাহবুবুল আলম বাদল প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট গণনা শেষে কাজী আমীর খসরু ও বাদলকে বিজয়ী ঘোষণা করা হলে পরাজিত সুমন ভুঁইয়া ও সবুজের সমর্থকরা এই ফলাফল না মানলে বিজয়ী পক্ষের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরাজিত অংশের ক্ষুব্ধ নেতাকর্মীরা পঞ্চম তলায় ভাংচুর চালায়। এদিকে হামলা-ভাংচুর ঠেকাতে গিয়ে আহত হয়েছেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনসহ কয়েকজন। আনোয়ারকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।