শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিএনপির জোটে সাম্যবাদী দল

fffff_2_bg_548625684_14403

বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটে যোগ দিলো বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) একাংশ।
আজ রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার রাজনৈতিক কার্যালয়ে এই যোগ‍দান অনুষ্ঠান হয়।
রাত সোয়া ৯টায় সাম্যবাদী দলের নেতারা খালেদা জিয়ার কার্যালয়ে যান। এদের মধ্যে ছিলেন সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, কেন্দ্রীয় নেতা কমরেড আরিফুল হক সুমন, কমরেড হানিফুল কবির, কমরেড মেজবাহ উদ্দিন মন্টু ও কমরেড কাজী মোস্তফা কামাল। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ১৯ দলের নেতাদের মধ্যে ছিলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, এনপিপি এর চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, খেলাফত মজলিসের চেয়ারম্যান মওলানা মোহাম্মদ ইছাহাক, এনডিপি এর চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্ত্তজা, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াত ইসলামীর কর্ম পরিষদ সদস্য মওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।
এর আগে, গত ৩ জুন খালেদার সঙ্গে বৈঠক করেন সাম্যবাদী দলের নেতারা। বামপন্থি সাম্যবাদী দল শুরু থেকেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলে আছে। দলটির নেতা দিলীপ বড়ুয়া বিগত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। সম্প্রতি দলটির কেন্দ্রীয় নেতৃত্বে মতবিরোধ দেখা দেওয়ায় কয়েকজনকে বহিষ্কার করা হয়।