স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এবারের নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে তা সংশোধনের জন্য বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
আজ শনিবার রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদফতরে এক আলোচনা সভায় ঈদের পর বিএনপির আন্দোলন কর্মসূচির ঘোষণার প্রতিক্রিয়ায় এরূপ মন্তব্য করেন তিনি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
আগামী নির্বাচনের জন্য অপেক্ষার পরামর্শ দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আল্লাহর দুনিয়াতে অনেক ঈদ আসবে কিন্তু আপনার ঈদ কেয়ামত পর্যন্ত কোনো দিন আসবে না।’
নাসিম বলেন, ‘ভুল আমরা করি নাই, নির্বাচনে অংশ না নিয়ে বেগম জিয়া ভুল করেছেন এবং নিজের কপাল পুড়িয়েছেন। উনার দলের বারোটা বাজিয়েছে কে? ভুল সিদ্ধান্ত নিয়ে উনি নিজেই বিএনপির বারোটা বাজিয়েছেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচন করেছে। আমরা একবার নয় বারবার নির্বাচন করেছি। কখনও পরাজিত হয়েছি, কখনও জয়ী হয়েছি। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি নির্বাচন ছাড়া কোনো পলিটিক্যাল পার্টি এক্সিস্ট করতে পারে না।’
ছাত্রলীগকে শেখ কামালকে অনুসরণ করার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘শেখ কামাল বঙ্গবন্ধুর ছেলে হয়েও সর্বদা সংগঠনের জন্য কাজ করেছেন। তিনি একাধারে রাজনীতিবিদ, সংগঠক, সংগীত প্রেমী, ক্রীড়া প্রেমী। আমাদের তার মতো হতে হবে। ছাত্রলীগের যদি কোনো দূর্নাম হয় তাহলে শেখ কামালের দূর্নাম হবে, শেখ হাসিনা কষ্ট পাবেন।’
শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে তিনি বলেন, ‘তিনি এক আদর্শ মহিয়সী নারী এবং বঙ্গবন্ধুর প্রেরণাদয়ক শক্তি। সারাজীবন নিভৃতে থেকে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন।