Sunday, January 19Welcome khabarica24 Online

বার্সেলোনা ছাড়ছেন মেসি!

image_74994.messi1

নতুন মওসুমে লিওনেল মেসিকে বিক্রি করে দিতে পারে বার্সেলোনা। এমনকি মেসি নিজেও নাকি প্রিয় ক্লাব ছাড়তে রাজি। আন্তর্জাতিক ফুটবলের দলবদলের মাঠে এই জল্পনা ছড়িয়ে পরার পরই মাঠে নেমে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। শোনা যাচ্ছে চারবারের বর্ষসেরা লিওনেল মেসিকে পেতে আড়াইশো মিলিয়ান পাউন্ড দিতে পারে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবটি। এই পরিমাণ টাকা এর আগে কোনও ক্লাব কোনও ফুটবলারের পেছনে খরচ করেনি। সেক্ষেত্রে মেসিই হবেন বিশ্বফুটবলে সর্বকালের সবচেয়ে দামি ফুটবলার। পরের দুটো ট্রান্সফার উইন্ডোয় কোনও ফুটবলার দলে নিতে পারবে না বার্সেলোনা। এই পরিস্থিতিতে মেসির মত ফুটবলারকে বার্সা ছাড়বে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।