শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়াহাটে বন্যাদূর্গতদের মাঝে বিএনপির মানবিক খাবার বিতরণ


নিজস্ব প্রতিনিধি :: বারইয়াহাট পৌরসভার বিভিন্ন এলাকায় বন্যা দূর্গতদের মাঝে মানবিক খাবার বিতরণ করে বারইয়াহাট পৌর বিএনপির সাবেক সভাপতি বারইয়াহাট পৌরসভার সাবেক মেয়রপ্রার্থী জনাব মাঈন উদ্দিন লিটন। শনিবার ( ২৪ আগষ্ট ) উক্ত পৌরসভার চিনকি আস্তানা হাইস্কুল, ধূমঘাট হাজী চান মিয়া উচ্চ বিদ্যালয়, বাহার উল্লাহ চৌধুরী জামে মসজিদ, শান্তিরহাট গ্রাম, জামালপুর গ্রাম, ধূম স্টেশান রাস্তা, উত্তর সোনাপাহাড় দাখিল মাদ্রাসা, ইসলাম মার্কেট, বারইয়াহাট কলেজ আশ্রয় কেন্দ্র ও পৌরসভার ১ এবং ২ নং ওয়ার্ডে পৃথক পৃথকভাবে মানবিক খাবার, পানি ও অন্যান্য জরুরী সামগ্রী নিজে গিয়ে পৌছে দেন তিনি। এসময় জনাব মাঈন উদ্দিন লিটন কোন কোন এলাকায় হাটু এমনকি কোমর পানিতে নেমে ও বন্যা দূর্গত মানুষের মাঝে পৌছেন এবং তাদের খোঁজ খবর নিয়ে মানবিক খাবার হাতে তুলে দেন।


এসময় আরো উপস্থিত ছিলেন বারইয়াহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার সাইদুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর প্যানেল মেয়র জসিম উদ্দিন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী সালেহ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন বাবলু, বারইয়াহাট পৌর যুবদলের সাবেক সভাপতি কাশেম মাহফুজ, রেজাউল করিম ইমন, আব্দুল মান্নান, বেলায়েত হোসেন বাচ্চু, জয়নাল প্রমুখ।