নাছির উদ্দিন ॥ মীরসরাইয়ে গতকাল দিনদুপুরে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১টার সময় বারইয়ারহাটের সেঞ্চুরী শপিং কমপ্লেক্সের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে। জানা যায় বারইয়ারহাট পৌরসভার সেঞ্চুরী শপিং কমপ্লেক্সের এশিয়া ফ্যাশনের স্বত্তাধিকারী এবং ওই মার্কেট পরিচালনা কমিটির সভাপতি নুরুল করিম প্রতিদিনের ন্যায় মহাসড়কের পূর্বপাশে মার্কেটের পশ্চিম গলিতে মোনালিসা টাইলসের সামনে তার ব্যবহৃত লাল রংয়ের (চট্টমেট্টো-ল-১২-২৪২৪) ১৫০ সিসির পালচার ব্র্যান্ডের মোটরসাইকেলটি তালাবদ্ধ করে রাখে। দুপরে জুমার নামাজ আদায় করার জন্য তিনি মসজিদে যান। এসময় মার্কেটের সামনে থেকে চোরদল মোটর সাইকেলটির তালা ভেঙ্গে নিয়ে যায়। তিনি
ঘটনাটি জোরারগঞ্জ থানায় জানিয়েছেন বলে জানান। উল্লেখ্য এঘটনার প্রায় দু’মাস পূর্বে ৩১ জানুয়ারী একই ব্র্যান্ডের ১৫০ সিসির কালো রংয়ের (ফেনী ল-১১-২০৩৯) নম্বরের তার আরেকটি মোটরসাইকলে মহাসড়কের পাশে শেফা ইনসান হাসপাতালের সামনে থেকে নিয়ে যায়। সে সময় ও তিনি জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছিলেন। এবিষয়ে জোরারগঞ্জ থানার ওসি এ.কে.এম লিয়াকত আলী বলেন, এবিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।