শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়াহাটে ইউসামের মোটিভেশনাল সেমিনার ও উপস্থিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মিরসরাই (ইউসাম) এর উদ্যোগে বারৈয়ারহাট কিন্ডারগার্ডেন ও হাইস্কুলে অনুষ্ঠিত হয় মোটিভেশনাল সেমিনার ও উপস্থিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসামের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলতাফ হোসেন রাজু এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ। গ্রাম্য অঞ্চলের শিক্ষার্থীরা শহরের ছাত্রছাত্রীদের তুলনায় অনেক পিছিয়ে, পড়াশুনারর মান ও অনেক অনুন্নত। বিশ্ববিদ্যালয় পড়ার চিন্তা তো দূরের কথা, বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেশিরভাগ শিক্ষার্থীর জ্ঞান শুণ্যের কোটায়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার তুমুল প্রতিযোগিতার চিত্র তাদের কাছে তুলে ধরার মাধ্যমে তাদেরকে আরো বেশি সচেতন করা এবং তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে তাদেরকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে ইউসাম মিরসরাইয়ের প্রত্যেকটা স্কুল ও কলেজে মোটিভেশনাল সেমিনারের আয়োজন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউসাম ২১18643547_1923393657920291_1953909787_n মে রবিবার দুপুর ১ :৩০ মিনিটে বারৈয়ারহাট কিন্ডার গার্ডেন ও হাইস্কুলে মোটিভেশনাল সেমিনার ও উপস্থিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে। কুইজ প্রতিযোগিতায় প্রাথমিকভাবে ৬ জন বাছায় করা হয়। যারা চূড়ান্ত পর্যায়ে মীরসরাইয়ের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করবে। অনুষ্ঠানের কুইজ সেশনটি পরিচালনা করেন সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নাহিদ মাহমুদ ,কাউসার হোসেন ,আরিফুল ইসলাম,ফাহিম সহ প্রমুখ।