Saturday, February 8Welcome khabarica24 Online

বারইয়ারহাট মৎস্য আড়তের মালিক ও স্টাফ সংগঠনের যৌথ উদ্যেগে ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

নাছির উদ্দিন ঃ
মিরসরাই উপজেলার বুুুারইয়ারহাট মৎস্য আড়তের মালিক ও স্টাফ সংগঠনের যৌথ উদ্যেগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৯ ডিসেম্বর বারইয়ারহাট মৎস্য আড়তের মাঠে বাদ আসর থেকে উক্ত মাহফিল শুরু হয়ে রাত ১২ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন বারইয়ারহাট আউয়াল ফিস সেন্টারের স্বত্ত্বাধিকারী এম. এ আউয়াল মেম্বার। এতে প্রধান আলোচক হিসেবে কোরান ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খুলনা বিশ^ বিদ্যালয়ের উপ-রেজিস্টার মাওলানা গুলজার হোসাইন। এতে বিশেষ ওয়ায়েজেন হিসেবে কোরান ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রামগড় কোর্ট মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদী, বারইয়ারহাট কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব, ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদি। মাহফিলের বিশেষ আকর্ষণ মাওলানা গুলজার হোসেনের আগমনে উক্ত মাহফিলে অনেক ওলামায়েকেরামসহ অন্তত ২ হাজার মুসলিম উম্মাহ উপস্থিত থেকে আলোচনা শেষে আখেরি মোনাজাতে অংশ গ্রহণ করেন। এদিকে মাহফিলে সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছেন বারইয়ারহাট মৎস্য আড়তের মালিক ও স্টাফগণ।