Monday, February 10Welcome khabarica24 Online

বারইয়ারহাট মেডিকেল সেন্টারে বিজয় দিবস উপলক্ষে রোগীদের ফ্রী চিকিৎসা প্রদান

নাছির উদ্দিন ঃ
হাতের কাছে মায়ের সেবা এই স্লোগানে গড়ে উঠা বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোড়স্থ শাহজাহান মার্কেটে অবস্থিত বারইয়ারহাট মেডিকেল সেন্টারের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ২শতাধিক রোগীকে এই সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন। এসময় মেডিকেল সেন্টারের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে চিকিৎসা সেবা প্রদানের সময় প্রথমে মেয়র নিজাম উদ্দিনের পেশার এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পরে সমবেত সকল রোগীরেদ পর্যায়ক্রমে চিকিৎসা করা হয়। এতে চিকিৎসা সেবা প্রদান করেন, ডায়ালোজিস্ট, ইন্টেনসিভ কেয়ার মেডিসিন ও ব্যাথা বিশেষজ্ঞ ডা. মো. জোবায়ের হোসেন, সার্জারী বিশেষজ্ঞ ডা. প্রদীপ কুমার নাথ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. লুৎফুল কবির শিমুল, মেডিসিন ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডা. মো. মোশাররফ হোসাইন, গাইনি ও প্রসূতি রোগের চিকিৎসক ডা. শারমিন সোলতানা।