নাছির উদ্দিন, মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৫ আগষ্ট) বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বারইয়ারহাট পৌরসভার উয্যেগে মিলাদ মাহফিল, আলোচনা সভা, ফ্রি চিকিৎসা ক্যাম্প, চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সিডিএর সদস্য জসিম উদ্দিন। পৌর কর্মকর্তা নুরুল করিমের সঞ্চালনায় ও পৌর মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মহি উদ্দিন সওদাগর, প্যানেল মেয়র মো. হারুন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সদস্য জয়নাল আবেদীন রানা, যুবলীগ নেতা শরিফুল হক বিএসসি, কল্যান রায়, জামিল উদ্দিন, সেলিম উদ্দিন রানা, অংকুর চক্রবর্তী, জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল, বারইয়ারহাট পৌর ছাত্রলীগের সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজাদ রুবেল, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালা উদ্দিন, সাধারণ সম্পাদক রিশাদ, বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন রাজু, সাধারণ সম্পাদক ফিরোজ প্রমুখ। এসময় বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলরবৃন্দও ছাত্রলীগ নেতা সেতু মিলন, নাজমুল হাসান সেতুসহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কুইজ ও চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। এছাড়া একই সময় বারইয়ারহাট পৌর যুবলীগ নেতা জামিল উদ্দিনের নেতৃত্বে একটি শোক র্যালী বের করা হয়।