শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ড পুন:নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

b.n.p pic 17-11-14মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের পুন:নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছে। আজ ১৭ই নভেম্বর (সোমবার) দুপুর ১২টায় মীরসরাই উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে নির্বাচন বর্জনের ঘোষনা দেন বারইয়ারহাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি মাঈনউদ্দিন লিটন।
সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ করে বলেন ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা প্রকাশ্যে সাধারণ ভোটার ও সাধারণ বিএনপি সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন। এছাড়া প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, পুলিশ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানী করছেন। খুরশিদ আলম ও আলমগীর রাসেল নামে দুই বিএনপি’র কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র হাজ্বী জালাল উদ্দিন,প্রার্থী ফারুক আলম পলাশ, রইযারহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা জসীম উদ্দিন , চট্টগ্রাম উত্তর জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক কমিশনার নিজাম উদ্দিন, বিএনপি নেতা জসীম উদ্দিন কমিশনার, মেহেদী হাসান, সেলিম হাজারী, বারইয়ারহাট পৌর যুবদলের যুগ্ন আহবায়ক এম আলম জিকো, নুরুল আবছার, উপজেলা ছাত্রদল সভাপতি শাহ মো. ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ন সম্পাদক মোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম লিটন।