Monday, February 10Welcome khabarica24 Online

বারইয়ারহাটে লরির চাপায় বৃদ্ধা নিহত

নাছির উদ্দিন ঃ চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় লরির চাপায় এক বৃদ্ধা ফেরিওয়ালা নিহত হয়েছে। নিহত আক্কাস আলী (৬০) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার দোহার গ্রামের মৃত কাজীম উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে। সে ফেরি করে বিভিন্ন হাট বাজারে লুঙ্গি বিক্রি করত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ২৭ মে শুক্রবার দুপুর আড়াইটার সময় সে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাটে সড়কের পশ্চিম পাশ থেকে পূর্বপাশে যাওয়ার সময় ঢাকা মুখী রড় বোঝাই (হবিগঞ্জ ঢ, ৮১-০০০৪) লরিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়রা লরিটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও লরিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ বলেন, লাশ ও লরিটি পুলিশ হেফাজতে রয়েছে। লাশের স্বজনরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।