নিজস্ব প্রতিবেদক ঃ লাগাতার লোডশেডিংয়ে অতিষ্ট মীরসরাই উপজেলার প্রায় ৫ লক্ষ জনগন। অবশেষে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ভুক্তভোগী ব্যবসায়ী ও জনতা। গতকাল বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসদরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে তাদের দাবী একটাই অন্যকোন দাবী নাই, দাবী শুধু একটাই নিরবিচ্ছিন্ন বিদ্যুত চাই । উক্ত মানববন্ধরে এমরানুল হক শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, বাইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, কমফোর্ট হাসপাতালের পরিচালক নিজাম উদ্দিন, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম হেদায়েত উল্লাহ, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য জসিম উদ্দিন, অংকুর চক্রবর্তি, ব্যবসায়ী আবুল বাশার, বারইয়ারহাট জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পেয়ার। এসময় বক্তরা বলেন আগামী এক সপ্তাহের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া না হলে আগামীতে বিদ্যুৎ অফিস ঘেরাও সহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকী দেয়া হয়। পরে মেয়রের আশ্বাসে ব্যবসায়ীরা তাদের মানববন্ধনের সমাপ্তি করে। এসময় আরো উপস্থিত ছিলেন, শফিকুর রহমান, শামীম, আরমান, জসিম গান্ধী, তৌহিদ, জাফর, সবুজ, নোমান, মোশারফ, রাসেল, শাহাদাত, আনোয়ার, মিটু রাজীব প্রমুখ।