মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ॥ ঢাকা-–চট্টগ্রাম রেল রুটের মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল (রবিবার) সকাল সাড়ে ৯টাং রেল লাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল রশিদ (৪৫)। পিতা মৃত জয়দুল মিয়া। মাতা মনোয়ারা বেগম। জানা গেছে, নিহত আব্দুল রশিদ এর ১ ছেলে ৩ মেয়ে। তিনি খাগড়াছড়ি থেকে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট ট্রেনে কাটা পড়ে নিহত হয়।

জোরারগঞ্জ থানা পুলিশের এস.আই আজিজুল হক জানান, নিহত আব্দুল রশিদ রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধার করা হয়েছে।