মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাটে ট্রেনের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

নাছির উদ্দিন ঃ
ঢাকা-চট্টগ্রাম রেলরুটের মীরসরাইয়ের বারইয়ারহাটে রেললাইন পার হওয়ার সময় রেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত মুক্তিযোদ্ধা হলেন-উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম ইউনিয়নের বাসিন্দা মাস্টার মো. ছালামত উল্লাহ (৬০)। সূত্রে জানা যায়, রবিবার ১২ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার সময় স্থানীয় বারইয়ারহাট রেললাইনের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার পথে চট্টগ্রাম মুখি একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটাস্থলেই নিহত হন। খবর পেয়ে তার স্বজনরা লাশ বাড়ীতে নিয়ে যায়। নিহত ছালামত উল্লাহ মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক ছিলেন, বর্তমানে তিনি বারইয়ারহাট শিশু নিকেতন ও উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৪নং ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য পদে ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত মান্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও উপজেলা আওয়ামীলীগ। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই সাদ্দাম বলেন, বারইয়ারহাটে রেল দূর্ঘটনায় একজন নিহত হয়েছে শুনেছি। বিষয়টি আমরা রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি। তারা এসে বাকী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।