নিজস্ব প্রতিনিধি ঃ
বারইয়ারহাটে বাংলাদেশ মুজাহিদ কমিটি মীরসরাই উপজেলা শাখার উদ্যেগে ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১১ সেপ্টেম্বর বুধবার বাদ আছর বারইয়ারহাট বোর্ড অফিস মসজিদ সংলগ্ন মাঠে উক্ত ওয়াজ মাহফিল অুনষ্ঠিত হয়। এতে মুজাহিদ কমিটির ইমাম অডিটর মাও. ইসমাঈল বিন হাকিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মীরসরাই শাখার সাধারণ সম্পাদক মাও. জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় এবং জামালপুর আজিজিয়া হাফিজুল মাদরাসার পরিচালক মাও. মকছুদ আহমদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন নায়েবে আমীরুল মুজাহিদীন শাইখুল হাদীস শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা মারকাজুত তাকওয়া ইসলামী রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল মুফতি হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা), কুমিল্লা বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ড এর সভাপতি মাও. রাশেদুল ইসলাম রহমতপুরী। এতে আরো উপস্থিত ছিলেন, বালিয়াদি মাদরাসার পরিচালক মাও. আলী হোসাইন, মিঠাছরা বাজার মসজিদের খতিব মাও. ক্বারী ইব্রাহিম, মুজাহিদ কমিটির চট্টগ্রাম পশ্চিম জেলার ছদর মাও. ইব্রাহিম খলিল, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মাও. ইসমাইল বিন মুজাম্মিল, সদস্য সচিব মাও. ফয়জুল কবির পারভেজ। এছাড়াও মুজাহিদ কমিটি মীরসরাই শাখা এবং ইসলামী আন্দোলন মীরসরাই শাখার সদস্য বৃন্দ এবং বিভিন্ন মাদরাসার শিক্ষক, ছাত্র ও স্থানীয় জনতা প্রমুখ উপস্থিত ছিলেন। এতে ইসলামী সংগীত পরিবেশন করেন কলরব ও স্বপ্নচূড়া মীরসরাই শাখা। এছাড়াও মহিলাদের ওয়াজ শোনার জন্য বারইয়ারহাট উম্মাহাতুল মু’ মিনিন মহিলা মাদরাসায় আয়োজন করা হয়েছিল।