শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাটে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি :

মীরসরসাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় ১০৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার ( ২৫ আগষ্ট) রাতে বারইয়ারহাট বাজার থেকে তাদের আটক করা হয়। এরা হলো জামালপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র সাইফুল ইসলাম, সোনাপাহাড় গ্রামের মকবুল আহম্মদের পুত্র মিন্টু মিয়া, নোয়াখালীর সুদারাম উপজেলার সাখেরহাটের আবছার উদ্দিনের পুত্র মো হাসান।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে সাইফুল ইসলামের কাছ থেকে ২৭ পিস, মিন্টু মিয়ার কাছ থেকে ২৫ পিস ও হাসানের কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।