বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বামন সুন্দর মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি :

10804361_358018957699872_496652291_o (1)

শুক্রবার বিকেলে মীরসরাইয়ের বামন সুন্দর এফ এ উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে বামন সুন্দর মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা। খেলায় নির্ধারিত সময় শেষে ট্রাইবেকারের মাধ্যমে এক গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে ওরা সাত একাদশ। প্রতিপক্ষ হিসেবে খেলেছে পূর্ব বামনসুন্দর একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান।

রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন।

এছাড়াও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নুরুল আলম, সাইফুল্লাহ দিদার, নুরুল্লাহ, ইসমাইল নিজামী সবুজ, এম গিয়াস উদ্দিন।

বামনসুন্দর ওপেন স্পোটিং ক্লাবের আয়োজনে উক্ত টুর্ণামেন্টের সার্বিক তত্বাবদায়নে ছিলেন এস কে চৌধুরী শামীম।