Thursday, January 16Welcome khabarica24 Online

বাবার মতো শহীদ হলেন মিজান

25871_fff

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভেলানগর গ্রামের বিজিবি’র নায়েক মিজানুর রহমান এর বাড়িতে তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। মিয়ানমারের সীমান্ত রক্ষীর গুলিতে তিনি মারা যান। এখন পর্যন্ত তার লাশও পাওয়া যায়নি। সরেজমিন গিয়ে দেখা যায়, নায়েক মিজানুর রহমানের স্ত্রী ও তার সন্তানদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী ও মাসহ পরিবারের লোকজন গত ২৫শে মে সর্বশেষ তার সঙ্গে কথা বলেন। মিজানুর রহমান ১৯৮৮ ইং সালে ৮ম শ্রেণী পাস করে সৈনিক পদে বিজিবিতে যোগদান করেন। বৈবাহিক জীবন তার স্ত্রী ও ৪ মেয়ে রয়েছেন। স্ত্রী শামীমা বেগম (পারুল) জানান, তার বড় মেয়ে ফাতেমা (২০)কে বিয়ে দিয়েছেন ২য় মেয়ে হালিমা (১৪) ৭ম শ্রেণীতে পড়ে ভৈষের কোট দাখিল মাদ্রাসায়। ৩য় মেয়ে শিমু (১২) ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে একই মাদ্রাসায়, ৪র্থ মেয়ে হাবিবার বয়স (৪) বছর। নিহত মিজানুর রহমানের চাচা আবুল কাশেম মানবজমিনকে বলেন, মিজানের বাবা শহীদ হাফিজুর রহমান তৎকালীন বেঙ্গল রেজিমেন্টের ৭ম সেক্টরে চাকরি করতে রাজশাহীতে ৭১ যুদ্ধকালীন তিনি শহীদ হন। আমরা তার সন্ধান পাইনি। তার পরিবারের আর্তি বাংলাদেশ সরকার যেন নিহত মিজানুর রহমানের লাশ উদ্ধার করে তাদের নিকট হস্তান্তর করেন।