Saturday, December 14Welcome khabarica24 Online

বাবরের করফাঁকি মামলার সাক্ষ্যগ্রহণ ২৭ অক্টোবর

babar_jail_31941

 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামি ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম এই আদেশ দেন।

এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী কবির হোসেন সাংবাদিকের জানান, রবিবার এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু হরতালের কারনে আসামি ও সাক্ষি কেউই আদালতে হাজির হতে না পারায় আদালত নতুন করে দিন ধার্য করেন। এর আগে ৬ আগস্ট বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার নথি সুত্রে জানা গেছে, আয়কর ফাঁকির অভিযোগে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি বাদী হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বাবর ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত তার মালিকানাধীন মাস্টার ইলেকট্রনিক্স লিমিটেড ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার ১১২ টাকার সম্পদের হিসাব গোপন করে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকি দিয়েছেন ।