রাজধানীর মেরুল বাড্ডায় বাস চাপায় ২ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।বাড্ডা থানার ওসি আব্দুল জলিল জানান, রাস্তা পার হওয়ার সময় সদরঘাট টু উত্তরা আবদল্লাহপুর গামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত দুই ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি।ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পলাতক। নিহত দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।