সংসদে টেবিল চাপড়ে প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানালেও তা বাস্তবায়নে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষে সংসদ ভবনে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই সংশয় প্রকাশ করেন।এসময় এরশাদ বলেন, জনগনের চাহিদা বেড়েছে, বাজেটও বেড়েছে। এ বাজেট সরকার বাস্তবায়ন করতে পারবে কিনা সেটাই প্রশ্ন। গত বছরও পারেনি। এবারও পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা এ বিষয়ে বক্তব্য তুলে ধরবে বলে তিনি জানান। বাজেট নিয়ে সংসদের বিরোধীদলের ভূমিকা জবাবে এরশাদ বলেন, বিরোধীদল বাজেটের কঠোর সমালোচনা করবে।প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, বাজেটে ঘাটতি ও আয় উভয়েই রেকর্ড। ঘাটতি ৫ দশমিক। সরকার চেষ্টা করছে রাজনৈতিক ঘাটতি পূরণ করতে। তিনি বলেন, এ বাজেটের লক্ষমাত্রা ৭ দশমিক ৩ ভাগ। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করেছে, যেটা কোনভাবেই করতে পারবে না।এরশাদ বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বাজেট কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু সেটা কাটিয়ে উঠেছে। সারাবিশ্বে মন্দা সত্বেও আমরা ভাল করেছি। এটা প্রশংসনীয়। আমাদের অনুদান নির্ভরতা অনেক কমে এসেছে। আগে ৫ ভাগ ঘাটতি ছিল। এটা সহনীয়। তবে এর নিচে হলে আরো ভালো হয়।বাজেটের সার্বিক মূল্যায়ন করতে গিয়ে এইচ এম এরশাদ প্রস্তাবিত বাজেটকে ‘প্রসংশনীয়’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘সার্বিকভাবে বাজেট ভাল। সবখাতকেই গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুখাত নতুন করে গুরুত্ব পেয়েছে। তাই এ বাজেট সুন্দর হয়েছে।