গত ৪ ফেব্রুয়ারি কলকাতায় ঘরোয়া পরিসরে আরিফিন শুভর সঙ্গে অর্পিতা সমাদ্দারের বাগদান সম্পন্ন হয়েছে। এখন দেশে বৌ নিয়ে ফেরার পালা।
শুভ জানান, বিয়ের খবরটা এখন তো সবাই জানে। ভক্ত, দর্শক ও পাঠকদের কাছে আমার নতুন জীবনের জন্য দোয়া কামনা করছি। জানা গেছে, হবু কনেকে নিয়ে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন শুভ। পরদিনই পারিবারিকভাবে বিয়ের বন্ধনে জড়াবেন তারা।
কলকাতায় বেড়ে ওঠা অর্পিতা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরি করছেন। শুভ ঢাকা ফিরেই প্রাণ আপের নতুন বিজ্ঞাপনের বাকি কাজ এবং আশিকুর রহমান ও মনতাজুর রহমান আকবরের পরিচালনায় পৃথক দুটি ছবির কাজ শুরু করবেন। তার অভিনীত ‘ওয়ার্নিং’ (মাহি) এবং ‘ছুঁয়ে দিলে মন’ (মম) ছবি দুটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।