বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ ২৫৪ অলআউট

47428_mus

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সফরকারীদের চেয়ে টাইগাররা এগিয়ে রয়েছে ১৪ রানে। প্রথম ইনিংসে জিম্ববাবুয়ে তুলেছিলো ২৪০ রান। দ্বিতীয় দিনে আজ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক, মাহমুদুল্লাহ ও অধিনায়ক মুশফিকুর রহিম। সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ৬৩ রান করেছেন মাহমুদুল্লাহ। ২ ছক্কা ও ৭ চারে ইনিংসটি সাজান তিনি। মুশফিক করেছেন ৬৪ রান। ১ ছক্কা ও ৯ চারে এই রান করেছেন তিনি। ৫ চারে ৫৩ রান করে আউট হন মুমিনুল। আজ স্কোর বোর্ডে দলীয় ২ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেছেন শামসুর রহমান। আগের দিন ৮ রানে অপরাজিত থাকা শামসুর পানিয়াঙ্গারার বলে চিগাম্বুরাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের তুলে ২৪০ রান। জবাবে শনিবার ১ উইকেট হারিয়ে ২৭ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। দলীয় ১০ রানে পানিয়াঙ্গারার বলে ৫ রান করে আউট হন তামিম। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট পেয়েছেন পানিয়াঙ্গারা।