মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ থেকে শ্রমিক নেবে সৌদি

19 ja(2)_50923_0_57709

 

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার।শ্রমমন্ত্রী আবদেল ফকিহকে উদ্ধৃত করে আরব নিউজ আজ বুধবার এ খবর প্রকাশ করে।পত্রিকাটি লিখেছে, রবিবার রিয়াদে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন সৌদি মন্ত্রী। ওই বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নতির কথা তুলে ধরে আবদেল ফকিহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।