‘খুব বেশি দেরি নেই যে দিন বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করবে। ক্রিকেট এ দেশে যত দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে বিশ্বের আর কোনো দেশে তা করতে পারেনি। ক্রিকেট নিয়ে সবার এই আগ্রহই বলে দেয় খুব শিগগিরই আমরা বিশ্ব ক্রিকেটে প্রভাব বিস্তার করতে যাচ্ছি।’ কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আজ মঙ্গলবার বেলা ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ট্রফি প্রদর্শনে এসব কথা বলেন তিনি।জানা যায়, আজ বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে ইনডোর ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির একটি দল ট্রফিটি হেলিকপ্টারে করে বহন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন। আকিজ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা ইনডোর ক্রিকেট প্রতিযোগিতার সমন্বয়কারী আরাফাত রহমান প্রিন্স এ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, প্রক্টর ড. তপন কুমার সাহা খালেদ মাসুদ পাইলটকে ট্রফিসহ স্বাগত জানান। পরে ট্রফিটি প্রদর্শনীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বেলা সাড়ে ৩টায় প্রতিনিধি দল উপাচার্য ড. ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। উপাচার্য তাঁর বাসভবনে প্রতিনিধি দলকে স্বাগত জানান। উপাচার্য এ সময় ইনডোর ক্রিকেট প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় গতবারের রানার আপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি ও বেসরকারি ৪০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা ১০ এপ্রিল শুরু হয়ে ১৭ এপ্রিল পর্যন্ত চলবে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উৎস- কালেরকন্ঠ