Sunday, February 16Welcome khabarica24 Online

বাংলাদেশ ক্রিকেট দলের পরাজয় সইতে না পেরে-মৃত্যু

Untitled-1-1
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরাজয় সহ্য করতে না পেরে হার্ট এ্যার্টাক করে মারা গেলেন এক ক্রিকেটপ্রেমী। প্রত্যাশার বিপরীত ফলাফল সহ্য করতে পারলেন না ক্রিকেটপ্রেমী আবুল কাশেম । তিনি মীরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশখালী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। এই ক্রিকেটপ্রেমী পাড়ায় আয়োজিত ক্ষুদে ক্রিকেট টুর্নামেন্টের মাঠ থেকে শুরু করে বাংলাদেশ দলের সকল খেলা উপভোগ করতেন দীর্ঘদিন যাবত। ৪৫ বছর বয়স হলেও তার মধ্যে ছিল তারুণ্যের উচ্ছ্বাস। বাংলাদেশ ক্রিকেট দলের খেলা মানে অন্তহীন প্রত্যাশার প্রহর। বুধবার (২৩ মার্চ) রাতে ভারতের ব্যাঙ্গালোরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ১ রানে পরাজিত হয়।
প্রতিবেশীরা জানায়, বাড়ীর পাশে বাঁশখালী মুহুরী প্রজেক্ট এলাকায় একটি চায়ের দোকান থেকে খেলা শেষে বাড়ি ফেরার ১০ মিনিটের মাথায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। বাংলাদেশ দলের পরাজয়ের পর তার চোখেমুখে বিষন্নতার চাপ লক্ষ্য করা যায়। পরিবারের সদস্যরা তাকে প্রাথমিকভাবে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে খবর পেয়ে আবুল কাশেম পরিবারকে শান্তনা জানাতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুল হক মাষ্টার। এসময় তিনি আবুর পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করেন।