সফররত পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে সাত উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় লাভ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই সঙ্গে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীসহ সর্বস্তরের জনগণ টাইগারদের অভিনন্দন জানিয়েছেন। পৃথক বিবৃতিতে এই সিরিজ জয়ের জন্য ক্রিকেট দল ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টিতে সফরকারীদের ৭ উইকেটে হারানোর পর টাইগারদের এ অভিনন্দন জানানো হয়। টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪১ রান করে পাকিস্তান। জবাবে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে বসে খেলা দেখেন এবং জয়ের পর করতালি দিয়ে জাতীয় পতাকা নেড়ে অভিনন্দন জানান।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলা হয়, ক্রিকেট দলের পাশাপাশি ম্যানেজার, কোচ ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইতোপূর্বে তিন ম্যাচের ওডিআই সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর এ বিজয় বাংলাদেশ ক্রিকেট দলের পেশাদারিত্ব ও সামর্থ্যকে বিশ্বের বুকে নতুনভাবে প্রতিভাত করেছে।প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল দৃঢ়তার সাথে সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে বতর্মান সরকার বদ্ধপরিকর।পাকিস্তানের বিপক্ষে এই প্রথম টি-টোয়েন্টিতে জিতল বাংলাদেশ। আগের সাত ম্যাচেই পাকিস্তানের কাছে হেরেছিল তারা। এর আগে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পথে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটান মাশরাফিরা।