বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, বর্তমানে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। দেশের কোথাও এখন আর বিদ্যুতের অভাবে লোডশেডিং হয় না। মাঝে মধ্যে ওভারলোড, ট্রান্সফরমার নষ্ট, তার ছিঁড়ে যাওয়াসহ নানা কারণে বিদ্যুতের সমস্যা হতে পারে। তবে তা লোডশেডিং নয়।আজ শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তিতে সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষ্যে কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, কলেজের অধ্যক্ষ মাসুদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ফারুক হোসেন মিঠু প্রমুখ।